গোপালগঞ্জে ৬ ঘণ্টায় ৫১ মিলিমিটার বৃষ্টিপাত, জলাবদ্ধতা

গেলো কয়েকদিন গোপালগঞ্জে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। তবে আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকালের ৬ ঘণ্টায় সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতে অনেক স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।
সকালের বৃষ্টিপাতে শিক্ষার্থীরা পড়ে ভোগান্তির মধ্যে। শহরে রিকশা চলাচল করেছে সীমিত আকারে। ফলে অনেক এইচএসসি পরীক্ষাসহ স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষার্থীরা রিকশা না পেয়ে বৃষ্টিতে ভিজে পরীক্ষাকেন্দ্রে যেতে হয়েছে। অব্যাহত বৃষ্টিতে নিম্ন আয়ের মানুষের ভোগান্তি বেড়েছে।
গোপালগঞ্জ জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান, আজ (বৃহস্পতিবার) জেলায় সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামীকাল থেকে ১৩ জুলাই পর্যন্ত বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ১৪ জুলাই থেকে আবারো ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।