বগুড়ার দুপচাঁচিয়ায় শ্বশুর ও পুত্রবধূকে শ্বাসরোধে হত্যা

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমণ্ডপ গ্রামে শ্বশুর ও পুত্রবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (৮ জুলাই) দিনগত রাতে এ ঘটনা ঘটে।
আজ বুধবার (৯ জুলাই) সকালে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে কাজ করছে পুলিশ ও পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)।
নিহতরা হলেন- লক্ষ্মীমণ্ডপ গ্রামের আফতাব আলী এবং তার পুত্রবধূ রিভা খাতুন। আফতাব আলী বাড়িতে তার নাতনিকে নিয়ে থাকতেন পুত্রবধূ রিভা। নিহত রিভার স্বামী শাহজাহান সৌদি আরবে কর্মরত।
পুলিশ জানায়, মঙ্গলবার (৮ জুলাই) রাতে স্বাভাবিকভাবেই খাওয়া-দাওয়া শেষে নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন আফতাব ও রিভা। বুধবার (৯ জুলাই) সকালে ঘুম ভেঙে তাদের ৭ বছর বয়সী শিশুকন্যা মায়ের নিথর দেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পরে প্রতিবেশীরা এসে পরিস্থিতি দেখতে পায় এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সাইয়ান মাহমুদ বলেন, ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে আফতাব আলীকে রশি দিয়ে এবং রিভাকে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।