মোবারকগঞ্জ সুগারমিলে বয়েকা বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত একমাত্র রাষ্ট্রীয় ভারী শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ সুগারমিলে বকেয়া বেতন ও অন্যান্য পাওনার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
আজ মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে তারা কর্মবিরতি দিয়ে মিলের প্রশাসনিক ভবনের ভেতরে জড়ো হয়ে ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কার্যালয় ঘেরাও করেন।
শ্রমিকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারি মাসের হলিডে ও শুক্রবারের পারিশ্রমিকও দেওয়া হয়নি। এসব পাওনা দ্রুত পরিশোধের দাবিতে তারা ‘ব্যবস্থাপনা পরিচালকের অপসারণ’সহ বিভিন্ন স্লোগান দেন।
পরে পুলিশ ও সুগার মিল শ্রমিক ইউনিয়নের নেতারা মধ্যস্থতা করলে অবরুদ্ধ ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম মুক্ত হন। শ্রমিক ইউনিয়ন নেতারা শ্রমিকদের বকেয়া বেতনসহ সব পাওনা দ্রুত পরিশোধের আশ্বাস দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা কার্যালয় ঘেরাও তুলে নেন।
সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম শ্রমিক অসন্তোষের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, খুব দ্রুত সমস্যার সমাধান করা হবে।