সাবেক মেয়র আইভী ২ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে রিকশাচালক তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার (৭ জুলাই) দুপুরে এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঈনউদ্দিন কাদির।
এর আগে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে সাঈদ ওরফে চাঁদ মিয়া হত্যাচেষ্টা মামলায় আইভীর জামিন নামঞ্জুর করেন আদালত।
ভার্চুয়ালি কাশিমপুর মহিলা কারাগার থেকে রিমান্ড শুনানিতে অংশ নেন আইভী।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহাম্মদ কাইউম খান বলেন, হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে, সাঈদ হত্যাচেষ্টা মামলায় জামিন নামঞ্জুর করেছেন জেলা ও দায়রা জজ আদালত।
আইভীর পক্ষের আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘উচ্চ আদালতে জামিন শুনানির তারিখ ধার্য থাকলেও নিম্ন আদালতে আইভীর রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা তার রিমান্ডের বিরোধিতা করেছি। হত্যাচেষ্টা মামলায় জেলা ও দায়রা জজ আদালত আইভীর জামিন নামঞ্জুর করেছেন।’
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, গত বছরের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ্-বাংলা ব্যাংকের সামনে তুহিন মাথায় গুলিবিদ্ধ হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত বছরের ১৩ সেপ্টেম্বর তুহিনের স্ত্রী আলেয়া আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এ মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভীসহ ৯৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়। ওই মামলার এজাহারে আইভী ১১ নম্বর আসামি।