অস্ত্র মামলায় ফের রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

রাজধানীর বনানী থানার অস্ত্র আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান এই আদেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা সাবেক আইনমন্ত্রী আনিসুলকে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ডে নিতে আদেশ দেন।
আদালতসূত্রে জানা গেছে, আনিসুলের পক্ষে রিমান্ড বাতিল পূর্বক জামিনের আবেদন করা হলে বিচারক জামিন নাকচ করে রিমান্ডের আদেশ দেন।
নথি থেকে জানা গেছে, রাজধানীর বনানীতে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
গত বছরের ১৩ আগস্ট সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তারের দাবি করে পুলিশ।
২০১৪ সালের নির্বাচনে আনিসুল হককে ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া ও কসবা) আসন থেকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনা তাঁকে আইনমন্ত্রী নিয়োগ দেন। সেই থেকে তিনি আইনমন্ত্রীর ছিলেন।