যথাযথ আইনি প্রক্রিয়ায় অস্ত্রের লাইসেন্স পেয়েছেন আসিফ মাহমুদ : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই অস্ত্রের লাইসেন্স পেয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ বুধবার (২ জুলাই) রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে কৃষি মন্ত্রণালয় আয়োজিত প্রকল্প মূল্যায়ন সভায় এ কথা বলেন উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ অস্ত্রের লাইসেন্স পেয়েছেন।’ তবে অস্ত্রের ম্যাগাজিন বহনের ঘটনাটি ভুল ছিল বলে আবারও উল্লেখ করেন তিনি।
কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান এ সভায় সভাপতিত্ব করেন।
এ ছাড়া মুরাদনগরে সংঘটিত ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে।’
দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘দুর্নীতি পুরোপুরি নির্মূল করা না গেলেও দুর্নীতির সঙ্গে যুক্ত কেউই পার পাবে না।’