সাবেক এমপি জাফর আলম ৭ দিনের রিমান্ডে

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে আরও তিন মামলায় ৭ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
আজ বুধবার (২ জুলাই) সকালে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে রিমান্ড আবেদন করে পেকুয়া থানা পুলিশ। আদালতের এপিপি অ্যাডভোকেট মো. গোলাম সরওয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
গোলাম সরওয়ার জানান, পেকুয়া থানায় দায়ের করা একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের দিন পেকুয়ার টৈটং ইউনিয়নের বটতলী শফিকিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে বিএনপি প্রার্থীর এজেন্টকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগে ওই মামলা দায়ের করা হয়েছিল।
এছাড়াও, পেকুয়া থানার আরও দুটি মামলায় পৃথকভাবে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে সাবেক এই সংসদ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য পেকুয়া থানায় নিয়ে যায় পুলিশ।
আদালত চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। উপস্থিত ছিল পুলিশ ও র্যাব সদস্যরা।
চকরিয়া থানায় দায়ের করা আরও পাঁচ মামলায় গত ১৮ জুন জাফর আলমের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল, যার মেয়াদ শেষ হয়েছে আজ বুধবার।