দাউদকান্দিতে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ১০

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে শিল্পী বেগম (২৬) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (১৪ জুন) ভোররাত ৪টার দিকে উপজেলার শহীদনগর এলাকার এলপিজি পাম্পের বিপরীতে চায়না অ্যালুমিনিয়াম ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বরগুনা থেকে চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাওয়ার পথে দাউদকান্দি উপজেলার শহীদনগর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে ১১ জন আহত হয়। তাদের মধ্যে শিল্পী বেগম নামে এক নারী গুরুতর আহত হন। হাইওয়ে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শিল্পী বেগমকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বরিশাল সদর উপজেলার ঘণ্টাকাটা গ্রামের বাসিন্দা রুবিনা, বাকেরগঞ্জ উপজেলার মাছুয়াখালী গ্রামের বাসিন্দা ফারুক ও একই উপজেলার লক্ষীপাশা গ্রামের বাসিন্দা লায়েছ।
আহত অন্যান্য যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যায়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।