ফসলি জমি কেটে পুকুর খনন, নাটোরে ৪০ ট্রাক্টর জব্দ

নাটোর সদর উপজেলার বাকসোর এলাকায় ফসলি জমি থেকে মাটি কেটে পরিবহণের সময় ৪০টি ট্রাক্টর জব্দ করেছে সেনাবাহিনী। গতকাল বুধবার (১১ জুন) দুপুরের দিকে অভিযান চালিয়ে ট্রাক্টরগুলো জব্দ করা হয়।
সেনা সূত্র জানায়, স্থানীয়দের খবরে বুধবার দুপুরে সেনাবাহিনীর একটি টিম সদর উপজেলার বাকসোর এলাকায় অভিযান চালায়। এসময় প্রায় ৪০ বিঘা ফসলি জমি কেটে পুকুর তৈরী করে সেই মাটি ইঁট ভাটায় পরিবহণের সময় ৪০টি ট্রাক্টর জব্দ করে। তবে ঘটনাস্থলে জমির মালিককে পাওয়া যায়নি। পরে জব্দকৃত ট্রাক্টরগুলো জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করে পুলিশ লাইনসে মজুদ রাখা হয়।
এ ব্যাপারে ট্রাফিক আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে নাটোরে ফসলি জমি কেটে পুকুর খনন করে বিলীন করা হচ্ছে আবাদি জমি। জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মৌখিক আনুমতিতে চলে আবাদি জমি কেটে পুকুর খনন ও মাটি বিক্রি।
বিষয়টি অস্বীকার করে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত জানিয়েছেন, জেলা প্রশাসন থেকে কাউকে এ ধরনের অনুমতি দেওয়া হয়নি।