নওগাঁয় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ নিহত ৩

নওগাঁর পত্নীতলা ও ধামইরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন শিক্ষার্থী ও একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
গতকাল মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় পত্নীতলার পার্বতীপুর মোড়ে ও দুপুরে ধামইরহাট উপজেলার আমাইতাড়া মোড়ে এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীরা হলেন—মহাদেবপুর উপজেলার মাস্টারপাড়া এলাকার সুনিধির আশরাফ (১৯) ও হৃদয় হোসেন (১৯)। আহত সাদনান সাকিব (১৯) একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরে বাড়ি ফেরার পথে পার্বতীপুর মোড়ে একটি দাঁড়িয়ে থাকা বাসে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই সুনিধির মারা যায়। গুরুতর আহত হৃদয় ও সাদনানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পথে হৃদয়ও মারা যান।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান জানান, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে ধামইরহাট-পত্নীতলা সড়কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ড্রাম ট্রাকচাপায় নিহত হন অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রশিদ চৌধুরী (৬০)। তিনি বিহারীনগর এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গেছে, আব্দুর রশিদ বাইসাইকেলে বাড়ি ফেরার পথে পেছন দিক থেকে আসা বালুবাহী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা ট্রাকচালককে আটক করে পুলিশে দেয়।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।