গোপালগঞ্জে রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন

গোপালগঞ্জ সদর উপজেলাধীন রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির প্রথম কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেলিন। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ফজলুল কবির দাঁড়া।
রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কৃষ্ণ নন্দ বিশ্বাসের সভাপতিত্বে অন্যোদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক হাকিম সরদারসহ স্থানীয় নেতারা।
উল্লেখ্য, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাকিম সরদারের নিজস্ব অর্থায়নে বিএনপির এই কার্যালয় নির্মাণ করা হয়।