রাজধানীতে ২ বাসে আগুন

রাজধানীর তোপখান সড়কে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ মঙ্গলবার দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: স্টার মেইল
রাজধানীতে দুটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৬ জুলাই) রাতে তোপখানা সড়কে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই আগুনের ঘটনা ঘটে। তবে, প্রাথমিকভাবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স থেকে এনটিভি অনলাইনকে জানানো হয়, আজ রাত সাড়ে ৮টার দিকে তারা আগুনের খবর পান। পরে তিনটি ইউনিট সেখানে কাজ করে। তারপর আগুন নিয়ন্ত্রণে আসে। এখন আগুন নির্বাপণ সম্ভব হয়েছে।
পথচারীরা জানান, প্রেসক্লাবের সামনে থাকা দুটি বাসে আগুন দেওয়া হয়। এ সময় ককটেল বিস্ফোরণের শব্দ পান তারা। তবে, বাসের ভেতরে কাউকে দেখা যায়নি। আগুন লাগার কিছুক্ষণ পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। যদিও এ ঘটনায় কাউকে আটক করতে দেখেনি তারা।