সরকারি কর্মচারীদের সেবা দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জনগণকে সেবা দেওয়ার মন-মানসিকতা তৈরি করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম। আজ রোববার (২৫ জুন) সচিবালয়ের নিজ দপ্তরে আয়োজিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
তাজুল ইসলাম বলেন, ‘সরকার আমলাতন্ত্রকে জনবান্ধব করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর মধ্যে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি ও শুদ্ধচার পুরস্কার অন্যতম।’
এ ধরনের উদ্যোগের মাধ্যমে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তিকে সরকারের যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বর্তমানে সরকারের প্রতিটি মন্ত্রণালয় প্রতিবছর তাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। সেই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সবাই সচেষ্টা থাকে। এ ছাড়াও উন্নত বাংলাদেশ গড়তে আমাদের জাতীয় লক্ষ্যমাত্রা অনুযায়ী, কতটুকু অগ্রসর হলাম তা প্রতিবছর মূল্যায়নের সুযোগ সৃষ্টি করে দেয় বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি।’