সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ৯ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জের এনায়েতপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপি-জামায়াতের নয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে এনায়েতপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিজয় আহমেদ, খুকনি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক সেলিম আহমেদ, সদস্য শামসুল হক, এনায়েতপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক রঞ্জু, সদস্য মনসুর আলী, জামায়াত নেতা ইদ্রিস আলম ও আব্দুল্লাহ সেখ।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। শুক্রবার রাতভর এনায়েতপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’
এদিকে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি করেছেন জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান রানা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিলন ইসলাম খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু।