খালেদা জিয়াকে আমৃত্যু প্রায়শ্চিত্ত করতে হবে

জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের মন্ত্রিত্ব দেওয়ায় খালেদা জিয়াকে মৃত্যু পর্যন্ত প্রায়শ্চিত্ত করতে হবে।
গতকাল শুক্রবার রাতে ‘ময়মনসিংহ মুক্ত দিবস’ উপলক্ষে সাত দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনীতে দেওয়া বক্তব্যে এ কথা বলেন সৈয়দ আশরাফ।
মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার জিয়াউর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য (এমপি) নাজিম উদ্দিন আহমেদ, এমপি শরীফ আহমেদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বীর বিক্রম হেলাল মোর্শেদ, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
ওই সময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান, পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলামসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। অনুষ্ঠান চলাকালে এক ফাঁকে মঞ্চে আসেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় ।
সমাপনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সৈয়দ আশরাফুল ইসলাম জানান, ভারতবর্ষ ও পাকিস্তান স্বাধীন হয়েছে আলোচনার মাধ্যমে। কিন্তু যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করা হয়েছে। দেশে অনেকেই আছে যারা এটা মানতে চায় না।
আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা বলেন, মৌলবাদী ও ধর্মীয় বিভিন্ন গোষ্ঠী খালেদা জিয়ার সঙ্গে জোট বেঁধে নির্বাচন করেছিল এবং রাষ্ট্র ক্ষমতায়ও গিয়েছিল। খালেদা জিয়া জামায়াতে ইসলামীর আমিরকে মন্ত্রিত্ব দিয়েছিলেন। জামাতের মহাসচিবকেও মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল। পৃথিবীতে এটা বিরল ঘটনা। এ জন্য খালেদা জিয়াকে মৃত্যু পর্যন্ত প্রায়শ্চিত্ত করতে হবে।