খাগড়াছড়িতে বিএনপি-আ. লীগের ধাওয়া-পাল্টাধাওয়া

খাগড়াছড়িতে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা ও কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। ধাওয়া-পাল্টাধাওয়ায় দুই পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের নারিকেল বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিজয় দিবস উপলক্ষে বিএনপি নেতাকর্মীরা স্মৃতিসৌধে ফুল দিয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দিয়ে ফিরছিল। এ সময় স্লোগান দেওয়া নিয়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার সূত্রপাত হয়।
পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে শহরের শাপলা চত্বর ও আদালত সড়কে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা ও ফাঁকা গুলি ছোড়ে।
ঘটনার সূত্রপাতের জন্য একে-অপরকে দায়ী করছে আওয়ামী লীগ ও বিএনপি। আওয়ামী লীগ দাবি করেছে, তাদের পাঁচ নেতাকর্মী আহত হয়েছে। অপরদিকে বিএনপি দাবি করেছে, তাদের ২০ নেতাকর্মী আহত হয়েছে। পুলিশ হেফাজতে বিএনপি নেতা এম এন আবছারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত ও সহসাংগঠনিক সম্পাদক এম এন আফছারসহ বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার রইস উদ্দিন জানান, স্লোগানকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত। সংঘর্ষে দুই পুলিশ সদস্য আহত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।