মানব ও শিশু পাচার রোধে নেত্রকোনায় সংবাদ সম্মেলন

মানব ও শিশু পাচার প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রিভেনশন অব চাইল্ড ট্রাফিকিং থ্রু স্ট্রেনদেনিং কমিউনিটি অ্যান্ড নেটওয়ার্কিংয়ের আওতায় নারী মৈত্রী সংবাদ সম্মেলনটির আয়োজন করে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা সাংবাদিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী। সমাজের অসহায়, অনগ্রসর, অধিকারবঞ্চিত, নির্যাতিত নারী ও শিশুদের অধিকার এবং মানব ও শিশু পাচার প্রতিরোধে করণীয় বিষয়ে সংবাদ সম্মেলনে প্রতিবেদন পাঠ করেন নারী মৈত্রীর প্রকল্প সমন্বয়কারী মো. মোমিনুল হক।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, সাংবাদিক শেখ খলিলুর রহমান ইকবাল, জেলা প্রেসক্লাবের তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক ভজন দাস, সাংবাদিক এ কে এম আবদুল্লাহ, সাংবাদিক কামাল হোসাইন, নারী মৈত্রীর প্রোগ্রাম অফিসার রানা প্রতাপ রায় প্রমুখ।