নারীর বিয়ের বয়স নিয়ে অপব্যাখা হচ্ছে : প্রতিমন্ত্রী

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বাল্যবিবাহ এক ধরনের নারী নির্যাতন। ১৮ বছরের নিচে কোনো শিশুর বিবাহ বরদাস্ত করা হবে না। এই বিষয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। নতুন আইন অনুযায়ী, বাল্যবিবাহের সাজা ও জরিমানা বৃদ্ধি করা হয়েছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, কোনো কোনো নারী সংগঠন নতুন এই আইনের একটি ধারাকে অপব্যখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপপ্রয়াস চালাচ্ছে।
‘নতুন আইনের ভুল ব্যখ্যা নয়- মেয়েদের বিয়ে ১৮ বছরের নিচে নয়’- এ স্লোগানে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
আজ রোববার দুপুরে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে মহিলাবিষয়ক অধিদপ্তরে প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদপত্র এবং দুঃস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন ও ক্ষুদ্র ঋণ বিতরণ করেন প্রতিমন্ত্রী। এ সময় বক্তব্যে এসব কথা বলেন চুমকি।
প্রতিমন্ত্রী স্বনির্ভর করার লক্ষ্যে ১০০ জন প্রশিক্ষিত নারীকে সেলাই মেশিন, ৪৫ জন নারীকে পাঁচ লাখ ৬৫ হাজার টাকা নগদ এবং ৯০ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র দেন।
মানিকগঞ্জের জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শাহীন আহমেদ চৌধুরী, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (ডিএসবি) সাজাহান শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমুখ।