গাজীপুরে মুক্তিপণের দাবিতে ছাত্র অপহরণ

গাজীপুরে এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে এক ছাত্রকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শনিবার রাতে অপহৃতের বাবা জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অপহৃত ছাত্র মো. আব্দুল্লাহ (২২) গাজীপুর সিটি করপোরেশনের ভূরুলিয়া এলাকার মো. আসলামের ছেলে এবং ওই এলাকার মডেল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সিভিল বিভাগের চূড়ান্ত বর্ষের ছাত্র।
জয়দেবপুর থানা সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেল ৩টার দিকে আব্দুল্লাহ বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করে তাঁর সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে রাত ৮টার দিকে তাঁর (আব্দুল্লাহ) ব্যবহৃত মোবাইল ফোন নম্বর থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় আব্দুল্লাকে মেরে লাশ গুম করার হুমকি দেয়। পরে রাতে এ ব্যাপারে অপহৃতের বাবা মো. আসলাম জয়দেবপুর থানায় একটি জিডি করেন।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, পুলিশ শনিবার রাতেই আব্দুল্লাহর বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করেছে। তাঁকে উদ্ধারে অভিযান চলছে।