ফুলবাড়ীয়ার ঘটনায় উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন

ময়মনসিংহের ফুলবাড়ীয়া কলেজ সরকারীকরণের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় দুজন নিহত হওয়ার ঘটনায় আরেকটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে তদন্ত কমিটির সংখ্যা দাঁড়াল তিন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই কমিটি গঠন করেন। কমিটির প্রধান হিসেবে রয়েছেন অতিরিক্ত উপমহাপরিদর্শক ড. আক্কাস উদ্দিন ভুঁইয়া। এ ছাড়া অন্য সদস্যরা হলেন রেঞ্জ অফিসের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশিদ ও ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) এস এ নেওয়াজী।
এই মুহূর্তে নতুন এই কমিটি ফুলবাড়ীয়া থানা থেকে তাদের কার্যক্রম শুরু করেছেন বলে জানিয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
এর আগে গতকাল সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আরিফ আহমেদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এই তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ ছাড়া ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে অতিরিক্ত পুলিশ সুপার-দক্ষিণ নূরে আলমকে প্রধান করে তিন সদস্যের আলাদা একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গত রোববার দুপুরে ময়মনসিংহে কলেজ সরকারীকরণের দাবিতে কলেজের ভেতরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় দুজন নিহত হন। এদের মধ্যে একজন ওই কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ এবং অন্যজন স্থানীয় মাছ বিক্রেতা সফর আলী। ঘটনার পর শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশ ক্যাম্পাসে ঢুকে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে। এ সংঘর্ষের ঘটনায় আরো অন্তত ২০ জন আহত হয়েছে।
তবে ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব দাবি করেন, ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁরা মারা যেতে পারেন।