নেত্রকোনায় আশ্রয়ণ প্রকল্পে আগুন, ১ শিশু নিহত

নেত্রকোনার আটপাড়া উপজেলায় সরকারি আশ্রয়ণ প্রকল্পে (গুচ্ছগ্রাম) অগ্নিকাণ্ড ঘটেছে। এতে দগ্ধ হয়ে একটি শিশু মারা যায়। ওই ঘটনায় প্রকল্পের ১০টি বসতঘর পুড়ে গেছে।
আজ সোমবার উপজেলার তেলিগাতি ইউনিয়নের পূর্ব আতিয়র গ্রামে আশ্রয়ণ প্রকল্পে ওই ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে নিহত শিশুর নাম ফাতেমা। ফাতেমার বয়স ছিল দেড় বছর।
ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা জানান, আশ্রয়ণ প্রকল্পের দুলাল ফকিরের ঘরের বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা যায়। খবর পেয়ে নেত্রকোনা থেকে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ১০টি ঘরে থাকা আসবাবপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়।
নেত্রকোনার জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান ও আটপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফ হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমিজুল হক খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আশরাফ হোসেন জানান, ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে ১০ হাজার টাকা এবং এ সময় জেলা প্রশাসক মৃতের পরিবারকে তাৎক্ষণিক ১৫ হাজার টাকা সহায়তা দেন।