‘কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না জাতীয় পার্টি’

জাতীয় পার্টির যৌথ সভায় হুসেইন মুহম্মদ এরশাদ ও রওশন এরশাদ। ছবি : এনটিভি
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, ‘কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না জাতীয় পার্টি। তাই দলকে সংগঠিক করতে হবে।’
আজ সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনে দলের এক যৌথ সভায় রওশন এসব কথা বলেন।
বিরোধীদলীয় নেতা নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘জাতীয় পার্টি কীভাবে একটি সুসংগঠিত দল হতে পারে তা নিয়ে আপনাদের কাজ করতে হবে। তাই দলকে শক্তিশালী করতে সবাইকে এগিয়ে আসতে হবে।’
সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।