নেত্রকোনায় মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজ শনিবার নেত্রকোনায় বাংলাদেশ মহিলা পরিষদ সংবাদ সম্মেলন করে। ছবি : এনটিভি
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে নেত্রকোনায় বাংলাদেশ মহিলা পরিষদ সংবাদ সম্মেলন করেছে।
শহরের অজহর রোডের জেলা মহিলা পরিষদের কার্যালয়ে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি পারভীন সুলতানার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে নেত্রকোনা মহিলা পরিষদের সার্বিক কার্যক্রম সম্পর্কে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা লিগ্যাল এইড সম্পাদক মঞ্জু সরকার।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম এ্যানি। এ সময় উপস্থিত ছিলেন মহিলা পরিষদের সহসভাপতি সাফিয়া লায়েছ, শেফালী সাহা প্রমুখ।
সংবাদ সম্মেলনে নারী ও শিশু নির্যাতন বন্ধ, নারীর প্রতি সব ধরনের সহিংসতা ও বৈষম্য দূরীকরণে স্থানীয় প্রশাসনসহ সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।