গোপালগঞ্জে ট্রলিচাপায় বিশ্ববিদ্যালয়ছাত্র নিহত

গোপালগঞ্জ শহরের জেলা প্রশাসকের বাসভবনের সামনের সড়কে ট্রলিচাপায় মো. হাবিবুর রহমান হাবিব (২৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিব শহরের মৌলভীপাড়ার আবদুল জব্বারের ছেলে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র।
ঘটনার পর পরই জেলা প্রশাসক মো. মোখলেসুর রহমান সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও তাঁর স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিবুর রহমান হাবিব বিশ্ববিদ্যালয় থেকে মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে একটি ব্যাটারিচালিত রিকশাভ্যান তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় রাস্তার ওপর ছিটকে পড়ে গেলে মাটি বহনকারী একটি ট্রলি হাবিবকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনার প্রতিবাদে এবং শহরের মধ্যে অবৈধ ট্রলি চলাচল বন্ধের দাবিতে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দুর্ঘটনাস্থল জেলা প্রশাসকের বাসভবনের সামনের সড়কে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে আইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাজিউর রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য দেন।
পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে ট্রলিচালককে গ্রেপ্তারের দাবি জানান।