নেত্রকোনায় সেতু ও পাকা রাস্তা নির্মাণকাজের উদ্বোধন

নেত্রকোনার আটপাড়া উপজেলায় প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে দুটি সেতু ও একটি পাকা রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার আটপাড়ার দুওজ ইউনিয়নের মানিষা গ্রামে ভিত্তিপ্রস্তর উন্মোচনের মধ্য দিয়ে নির্মাণকাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু।
১০ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে অভয়পাশা-নাজিরগঞ্জ সড়ক হয়ে মোবারকপুরে ১২ কিলোমিটার সড়কটি নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া দুই কোটি ১০ লাখ ৭৭ হাজার টাকা ব্যয়ে অভয়পাশা-নাজিরগঞ্জ সড়ক হয়ে মোবারকপুর সড়কে সিসি গার্ডার সেতু ও একই সড়কে এক কোটি ৮৬ লাখ ৪২ হাজার টাকা ব্যয়ে সিসি গার্ডার সেতু নির্মাণ করা হচ্ছে।
মানিষা প্রাথমিক বিদ্যালয় মাঠে দুওজ ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আজিজুল হক তালুকদারের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বক্তব্য দেন পিন্টু। তিনি বলেন, ‘আওয়ামী লীগের সরকার উন্নয়নের সরকার। যখনই প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা দেশের হাল ধরেছেন, তখনই দেশে উন্নয়ন হয়েছে।’
পিন্টু শেখ হাসিনার এই উন্নয়নকে অব্যাহত রাখতে সবাইকে সব সময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাজি খায়রুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফেরদৌস রানা আঞ্জু প্রমুখ।