জাতীয়করণের দাবিতে মাদ্রাসাশিক্ষকদের সমাবেশ

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধন করা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের জাতীয় স্কেলে বেতনের দাবিতে আজ বুধবার নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ছবি : এনটিভি
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধন করা সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের জাতীয় স্কেলে বেতনের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ দাবিতে মানববন্ধন ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা জেলা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাশিক্ষক সমিতির সভাপতি মাওলানা মো. আনিছুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল হান্নান, সহসভাপতি মাওলানা মো. সাইদুর রহমান, যুগ্ম সচিব মাওলানা নূরুল অমিন, অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম, মো. খবিবুর রহমান, আবু বক্কর সিদ্দিক, মো. জুয়েল মিয়া, মো. শাহাদাৎ প্রমুখ।
পরে মাদ্রাসাশিক্ষকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং গণশিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।