রমজানে পণ্যমূল্য বাড়বে না : বাণিজ্যমন্ত্রী

আসছে রমজান মাসে দেশের বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ থাকায় জিনিসপত্রের দাম বাড়ানোর কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। আজ সোমবার দুপুরে সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন।
এর আগে তোফায়েল আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাণিজ্যমন্ত্রীর দপ্তরে ভারতের বাণিজ্যসচিব রাজীব খের।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাজেটের পরও বাজার নিয়ন্ত্রণে থাকবে। জিনিসপত্রের দাম বাড়বে না। সয়াবিন, চিনি, ছোলাসহ রমজানের যে সমস্ত খাদ্যসামগ্রী প্রয়োজন, তা আমাদের কাছে অতিরিক্ত মজুদ রয়েছে।’
এর আগে অনেক মন্ত্রী সরেজমিনে দাম নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন বলে উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন ‘মন্ত্রীরা বাজারে গেলে ক্ষতি হয়, আমি বাজারে যাওয়ার পক্ষে নই। বাজার মরিটরিংয়ের জন্য আলাদা সেল ও সংস্থা রয়েছে।
তাদের কাজ তারা করবে। বাজারে গিয়ে বাজার নিয়ন্ত্রণের কাজ মন্ত্রীর নয়। মন্ত্রীরা বাজারে গেলে ক্ষতি হয় বরং।’
গতবারও তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘গতবারও দাম বাড়েনি। আমি নিশ্চিত করে বলতে পারি গতবারের মতো এবারও নিত্যপণ্যের দাম বাড়বে না।’