যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে র্যালি

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর উপকণ্ঠ সাভারে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলা যুবলীগের উদ্যোগে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ডের মনছুর মার্কেটের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয় ।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা।
র্যালি শেষে মনছুর মার্কেটের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ২০ পাউন্ড ওজনের কেক কাটা হয়।
উপজেলা যুবলীগের সভাপতি সেলিম মণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ প্রমুখ।