নেত্রকোনায় মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের অবস্থান কর্মসূচি অব্যাহত

পল্লী বিদ্যুৎ সমিতির চাকরি থেকে ছাটাই বন্ধ, চাকরি স্থায়ী ও নিয়োগ প্রক্রিয়া চালু করার দাবিতে দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার নেত্রকোনায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন কর্মচারীরা। ছবি : এনটিভি
পল্লী বিদ্যুৎ সমিতির চাকরি থেকে ছাটাই বন্ধ, চাকরি স্থায়ী ও নিয়োগ প্রক্রিয়া চালু করার দাবিতে দ্বিতীয় দিনের মতো নেত্রকোনায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে কর্মচারীরা।
মিটার রিডার ম্যাসেঞ্জার ঐক্য পরিষদের উদ্যোগে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পল্লী বিদ্যুৎ সমিতি নেত্রকোনার প্রধান কার্যালয়ের সামনে মঙ্গলবার দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
জেলায় কর্মরত সব মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের অংশগ্রহণে কর্মসূচি চলাকালে বক্তব্য দেন মো. আতাউর রহমান, সোহেল মিয়া, সাইফুল ইসলাম, নূর ইসলাম, বাদশা মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা অবিলম্বে পল্লী বিদ্যুতে দীর্ঘদিন ধরে কর্মরত মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের চাকরি থেকে অনৈতিকভাবে ছাটাই বন্ধ, চাকরি স্থায়ী ও নিয়োগ প্রক্রিয়া চালু করার দাবি জানান অন্যথায় আমরণ অনশনের ঘোষণা দেন তাঁরা।