ঝালকাঠিতে গভীর রাতে প্রবাসীর বাড়িতে ডাকাতি

ঝালকাঠিতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে নলছিটি উপজেলার শেখরকাঠি গ্রামে আলম গাজী নামের এক কুয়েত প্রবাসীর বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতির শিকার পরিবারটির সদস্যরা জানিয়েছে, গতকাল গভীর রাতে ৮-১০ মুখোশধারী ব্যক্তি দরজা ভেঙে তাঁদের ঘরের ভেতরে প্রবেশ করে। আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন ধরনের ধারালো দেশীয় অস্ত্রের মুখে তাঁরা পরিবারের সবাইকে জিম্মি করে ঘণ্টাব্যাপী লুটপাট চালায়। এ সময় ঘরের ভেতর থেকে নগদ দুই লাখ টাকা, সোনার গয়নাসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায় ডাকাতদল।
নলছিটি থানার উপপরিদর্শক মো. ফিরোজ জানান, খবর পেয়ে আজ শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তাঁরা। প্রবাসী আলম গাজী বাড়ি তৈরির রড কেনার জন্য দুই লাখ টাকা রেখেছিলেন। সেই টাকাসহ বেশকিছু গয়না ও মালামাল ডাকাতদল নিয়ে গেছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে বলেও তিনি জানান। তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হবে বলেও জানিয়েছেন উপপরিদর্শক।