নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুরসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে শুক্রবারে ফেনীতে মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুরসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে শুক্রবার সকালে ফেনীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।
ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা পরিষদের জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের সংখ্যালঘুরা ফেনীর জয়কালী মন্দিরে সমবেত হন। বেলা ১১টায় শহরে বিক্ষোভ মিছিল করে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে তাঁরা।
জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রিয়রঞ্জন দত্তের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন হীরালাল চক্রবর্তী, বিমল শীল, সমীর চন্দ্রকর, রাজীব খগেশ দত্ত, শুসেন চন্দ্র শীল, লিটন সাহা, গণেশ ভৌমিক প্রমুখ।