আজ চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করতে আজ শনিবার চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
জেলায় ‘দ্বিতীয় মহানন্দা সেতু’, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের নবনির্মিত একাডেমিক ভবন, যুব প্রশিক্ষণ কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল, বাংলাদেশ ইনস্টিটিউট অব নিউক্লিয়ার এগ্রিকালচারের উপকেন্দ্র ‘বিনা’ ও ফায়ার স্টেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া বেশ কয়েকটি উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তরও উদ্বোধন করবেন তিনি।