ঝালকাঠিতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

টানা ২২ দিন নিষেধাজ্ঞার পর আজ বৃহস্পতিবার জাল ও নৌকা নিয়ে নদীতে নেমেছেন ঝালকাঠির জেলেরা।
সকাল থেকেই সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ ধরা শুরু হয়েছে। জেলেদের জালে উঠছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। নদীতে জাল ফেললেই উঠে আসছে ইলিশ মাছ। আর এতে ভীষণ খুশি জেলেরা।
ঝালকাঠি শহরের বাজারগুলোতে সকাল থেকেই ইলিশ মাছ বিক্রি শুরু হয়েছে। অনেকে নদীর তীরে গিয়ে জেলেদের কাছ থেকেও ইলিশ মাছ কিনছেন। ৩০০ গ্রাম থেকে শুরু করে এক কেজি ওজনের ইলিশ মাছ ধরা পড়ছে জেলেদের জালে।
তবে ধরা পড়া বেশির ভাগ ইলিশের পেটে এখনো ডিম দেখা গেছে। সে কারণে ইলিশের প্রজনন সময় আরো কিছুদিন বাড়িয়ে দেওয়ার দাবি করেছে স্থানীয় সচেতন মহল।
ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ার কারণে গত ১২ অক্টোবর থেকে টানা ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। নিষেধাজ্ঞা শেষে আজ থেকে আবারও মাছ ধরতে শুরু করেছেন জেলেরা।