গোপালগঞ্জে টেনিস খেলোয়াড়দের প্রশিক্ষণ কর্মশালা শুরু

গোপালগঞ্জে আজ রোববার তৃণমূল পর্যায়ে বাছাই করা প্রতিভাবান টেবিল টেনিস খেলোয়াড়দের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ছবি : এনটিভি
গোপালগঞ্জে তৃণমূল পর্যায়ে বাছাই করা প্রতিভাবান টেবিল টেনিস খেলোয়াড়দের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
আজ রোববার শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে এ কর্মশালার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম বি সাঈফ বি মোল্লা।
টেবিল টেনিস উপকমিটির আহ্বায়ক চৌধুরী আশিকুল হাসান শিমুলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা এস এম ফিরোজুল আহসান বক্তব্য দেন। এ সময় ক্রীড়া সংস্থার অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৬ জন ছেলেমেয়ে ১০ দিনব্যাপী এ কর্মশালায় অংশ নিচ্ছে।