নিরাপদ সড়কের দাবিতে নেত্রকোনায় র্যালি ও সমাবেশ

‘একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না’, ‘দোষারোপ নয়, দুর্ঘটনার কারণ জানতে হবে, সবাইকে নিয়ম মানতে হবে’ এসব স্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে শনিবার জেলা শহরে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়ায় জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে বেলা ১১টায় বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তেরিবাজার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) খান মোহাম্মদ আবু নাসের।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই-এর প্রধান উপদেষ্টা মতিউর রহমান তালুকদার, নিরাপদ সড়ক চাই নেত্রকোনা জেলা কমিটির সভাপতি মাহবুবুল আলম লিটন, সহসভাপতি মোমেন চৌধুরী, সম্পাদক চঞ্চল সরকার, সহসাধারণ সম্পাদক ইকবাল কবীর, হিমেল খান মিল্কী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আহমেদ শরীফ মামুন, সংস্কৃতি সম্পাদক শিউলী আক্তার প্রমুখ।