সালাহ উদ্দিনকে পাওয়ার খবরে পেকুয়ায় মিষ্টি বিতরণ

নিখোঁজ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে খুঁজে পাওয়ার খবরে কক্সবাজারের পেকুয়ায় তাঁর সমর্থক, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ উল্লাস করেছে। আজ মঙ্গলবার দুপুরের দিকে সালাহ উদ্দিন আহমদ ভারতের মেঘালয় থেকে ফোন করেছে-এমন খবর শুনেই এ উল্লাস শুরু হয়।
খবর শুনে নেতাকর্মীরা সালাহ উদ্দিন আহমদের গ্রামের বাড়ি পেকুয়ায় ভিড় করতে শুরু করেন। নেতাকর্মীরা সাধারণ মানুষকে মিষ্টি বিতরণের পর আনন্দ মিছিল বের করেন। মিছিলটি পেকুয়া চৌমুহনী থেকে বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
বাজার এলাকায় তাৎক্ষণিক এক সমাবেশে বক্তব্য দেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, উপজেলা যুবদলের সভাপতি ও পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, সাধারণ সম্পাদক ও টইটং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসলেম উদ্দিন, মৎস্যজীবী দলের সভাপতি হারুনুর রশিদসহ অন্যরা।