নেত্রকোনায় ভূমিহীনদের তালিকা তৈরির তাগিদ

আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষে বেসরকারি সংস্থা ব্র্যাক সারা দেশে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে সমাপনী দিনে নেত্রকোনা জেলার সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে টিইউপির কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান।
জেলা প্রশাসক ব্র্যাকের কর্মসূচির অংশগ্রহণকারীদের সঙ্গে বৈঠক এবং তাঁদের বাড়ি পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তারী কাদেরী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার বশাক, সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম তালুকদার প্রমুখ।
জাতিসংঘ এ বছরের আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘উপেক্ষা নয়, নয় বর্জন; সবাইকে নিয়েই দারিদ্র্য নিরসন’।
দিবসটিকে কেন্দ্র করে অতিদরিদ্র কর্মসূচির পক্ষ থেকে সরকার এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে জাতীয় এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর মধ্যে অন্যতম হলো বর্তমানে অতিদরিদ্র কর্মসূচির কাজ চলছে এমন ৪৩টি জেলার সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অতিদরিদ্র কর্মসূচির মাঠকার্যক্রম পরিদর্শনকরণ। ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, তাদের এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে অতিদরিদ্র কর্মসূচি বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সম্যক ধারণা দেওয়া এবং সংশ্লিষ্ট সরকারি স্টেকহোল্ডারদের কাছে তাদের অভিজ্ঞতা এবং লব্ধ জ্ঞান তুলে ধরতে উৎসাহিত করা। এটি ভবিষ্যতে সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার পরিবেশ তৈরিতে অবদান রাখবে।
একই সঙ্গে বাংলাদেশ থেকে অতিদারিদ্র্য নির্মূলকরণে এই কর্মসূচি কীভাবে অবদান রাখতে পারে, সে বিষয়ে জেলা প্রশাসক এবং অন্যান্য সরকারি কর্মকর্তার মূল্যবান পরামর্শ গ্রহণ করা। এসব পরামর্শ ব্র্যাকের পরবর্তী করণীয় নির্ধারণে সহায়ক হবে।
দেশজুড়ে অতি দারিদ্র্য নিরসনে ব্র্যাকের ভূমিকার প্রশংসা করে জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান বলেন, যাদের হাতে সম্পদ (গরু, ছাগল ও মুরগি) দেওয়া হয়েছে, তারা দুই বছরের মধ্যে তাদের দরিদ্রতা কমাতে পারবে বলে মনে হয়। তিনি তাদের প্রশ্ন করে জানতে চান, ভূমিহীন কারা?
যেসব নারী সদস্য ভূমিহীন রয়েছেন তাঁদের সরকারি খাস জমি দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তালিকা দেওয়ার নির্দেশ দেন।