পাহাড়ে দুই দফায় ৪৮ ঘণ্টার হরতাল কাল থেকে

পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনীর প্রতিবাদ ও বান্দরবান থেকে গ্রেপ্তার বাঙালি নেতা আতিকুর রহমানের মুক্তির দাবিতে তিন পার্বত্য জেলায় দুই দফায় ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বাঙালিভিত্তিক পাঁচটি সংগঠন।
সংগঠনগুলোর পক্ষে অ্যাডভোকেট আলম খান স্বাক্ষরিত এবং ঢাকা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হরতালের ডাক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা ২৪ ঘণ্টা এবং রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টাসহ মোট ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেওয়া হয়।
হরতালের ডাক দেওয়া সংগঠনগুলো হলো পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য গণপরিষদ, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ।
সংগঠনগুলোর পক্ষ থেকে দাবি করা হয়, সম্প্রতি সংশোধিত হওয়ার পর জাতীয় সংসদে পাস হওয়া পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের কারণে পার্বত্য এলাকায় বসবাসকারী বাঙালিরা নিজ ভূমি থেকে উচ্ছেদ হবেন এবং কমিশনে বাঙালি প্রতিনিধিত্ব না থাকায় ন্যায়বিচার থেকেও বঞ্চিত হবেন তাঁরা। সংগঠনগুলো একই সঙ্গে সম্প্রতি বান্দরবান থেকে গ্রেপ্তার হওয়া তাদের নেতা আতিকুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবি জানান।