কখনো জঙ্গিবাদ শিকড় গাড়তে পারবে না

বাংলাদেশে আর কখনো জঙ্গিবাদ শিকড় গেড়ে বসতে পারবে না বলে দাবি করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।
গতকাল রোববার রাত ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের চরমানিকদাহ দুর্গা মন্দির পরিদর্শন শেষে আয়োজিত সুধী সমাবেশ বেনজীর এ কথা বলেন।
র্যাবের ডিজি বলেন, তারপরও যদি কেউ জঙ্গিবাদে মাথা চাড়া দিয়ে ওঠে, তাদের অবস্থা গাজীপুর ও টাঙ্গাইলের মতো হবে।
বেনজীর আহমেদ আরো বলেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। জঙ্গি ও সন্ত্রাসীরাই এ দেশে একমাত্র সংখ্যালঘু। সব সম্প্রদায়ের মানুষ বাংলাদেশের সুন্দরতম সংবিধান অনুযায়ী সব সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং দেশ বিনির্মাণে ভূমিকা রাখবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শিবনাথ রায়ের সভাপতিত্বে অন্যান্যের উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, বরিশাল অঞ্চলের র্যাবের সিইও লেফটেন্যান্ট কর্নেল ইখতেফার মাহমুদ, পুলিশ সুপার এস এম এমরান হোসেন।