লক্ষ্মীপুরে সৃজনশীলের নতুন নিয়ম বাতিলের দাবি

এইচএসসি পরীক্ষায় নতুন করে অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন অন্তর্ভুক্ত করার প্রতিবাদে আজ বুধবার লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। ছবি : এনটিভি
উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় নতুন করে অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন অন্তর্ভুক্ত করার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা সৃজনশীল প্রশ্ন সাতটি রাখার পরিবর্তে ছয়টি প্রশ্ন বহাল রাখার দাবি জানায়।
আজ বুধবার দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে। বিক্ষোভ শেষে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য দেন লক্ষ্মীপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. ফয়সল, আমিনুল ইসলাম, মেহবুবা সামিরা শরা প্রমুখ।
এ সময় শিক্ষার্থীরা জানান, গত বছর এইচএসসি পরীক্ষায় প্রতি বিষয়ে ছয়টি করে সৃজনশীল প্রশ্ন ছিল। কিন্তু নতুন করে ছয়টি প্রশ্নের স্থলে সাতটি প্রশ্ন করা হয়েছ। সাতটি নয়; ছয়টি সৃজনশীল প্রশ্ন বহাল রাখার দাবি জানায় তারা।