গোপালগঞ্জে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে গতকাল মঙ্গলবার রাতে অস্ত্র ও গুলিসহ কার্তিক চন্দ্র দাস (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে একটি কাটা রাইফেল ও চারটি গুলিসহ কার্তিক চন্দ্র দাস (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পবিত্রনগর এলাকা থেকে কার্তিককে গ্রেপ্তার করা হয়। কার্তিক টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হক জানিয়েছেন, অস্ত্র বেচাকেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অবস্থায় নেয়। গভীর রাতে কার্তিক চন্দ্র দাস অস্ত্র বিক্রি করতে পবিত্রনগর এলাকায় এলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
এ সময় কার্তিকের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে একটি কাটা রাইফেল ও চারটি গুলি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।