ভূমি কমিশন আইনের অপব্যাখ্যা দিচ্ছে বিএনপি : কুজেন্দ্র লাল ত্রিপুরা

খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা অভিযোগ করেছেন, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সংশোধিত আইনের অপব্যাখ্যা দিচ্ছে বিএনপি।
আজ মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় বাবুছড়া উচ্চ বিদ্যালয়ের তিনতলা শিক্ষা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কুজেন্দ্র লাল এ অভিযোগ করেন।
সংসদ সদস্য আরো বলেন, ভুল ব্যাখ্যা দিয়ে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি-বাঙালিদের মধ্যে সাম্প্রদায়িক বিরোধ এবং অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে বিএনপি। তিনি বলেন, বাঙালি-পাহাড়ি কাউকে বঞ্চিত করে নয়, সবার স্বার্থ সংরক্ষণ করেই আইনটি সংশোধন করা হয়েছে।
এ সময় কুজেন্দ্র লাল ত্রিপুরা আরো বলেন, আওয়ামী লীগ সরকার শান্তিচুক্তি করেছে। আর শান্তিচুক্তি স্বাক্ষরের পর থেকে বিএনপি তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। বাঙালিদের উসকানি দিয়ে সম্প্রীতির পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র করছে। পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার মান উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তিনি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তরুণ কান্তি চাকমার সভাপতিত্বে সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, পরিষদের সদস্য আশুতোষ চাকমা, নিগার সুলতানা, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান নবকমল চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি তিন কোটি ১০ লাখ টাকা ব্যয়ে একটি ধর্মীয় ও তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন।