রাঙামাটিতে পিসিপি নেতার মুক্তি দাবি

বান্দরবানে আওয়ামী লীগ নেতা মংপু মারমা অপহরণ মামলায় গ্রেপ্তার ওই জেলার পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) নেতা বাঅংচিং মারমার মুক্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার সকালে রাঙামাটি শহরের জেলা জনসংহতি সমিতির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ করে।
পিসিপির কেন্দ্রীয় সভাপতি বাচ্চু চাকমার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় স্টাফ সদস্য উদয়ন ত্রিপুরা। আরো বক্তব্য দেন রাঙামাটি জেলা জনসংহতি সমিতির ত্রিজিনাদ চাকমা, যুব সংহতির সভাপতি টোয়েন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের দিপা চাকমা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পুলিশ অন্যায়ভাবে পিসিপি নেতা বাঅংচিং মারমাকে অপহরণের মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করেছে। তাঁরা অবিলম্বে পিসিপি নেতার মুক্তি দাবি করেন।
বিক্ষোভ মিছিল শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দেওয়া হয়।