রপ্তানিকারকদের শ্রমিক কল্যাণ ফান্ডে টাকা দিতে হবে

শ্রমবিধি-২০১৫ চূড়ান্তে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই নীতিমালা অনুযায়ী, এখন থেকে ব্যবসায়ীদের মোট রপ্তানি আয়ের শূন্য দশমিক শূন্য তিন শতাংশ হারে জমা দিতে হবে শ্রমিক কল্যাণ ফান্ডে। বর্তমান হিসেবে বছরে যা দাঁড়ায় ৭২ কোটি টাকা।
আজ বুধবার বিকেলে রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনে শ্রমবিধি চূড়ান্তকরণে সরকার ও মালিকপক্ষের যৌথ সভা শেষে এমন সিদ্ধান্তের কথা জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এই ফান্ড থেকে দুর্ঘটনা বা কোনো কারণে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সহায়তা করা হবে বলেও জানান তিনি।
রানা প্লাজা দুর্ঘটনার তিন মাসের মধ্যে শ্রম আইন সংশোধনের পর নির্ধারিত সময়ের আগেই শ্রমবিধি চূড়ান্ত করা হয়েছে। এর ফলে তৈরি পোশাক খাতের উন্নয়ন নিয়ে বিদেশিদের চাপও কমে আসবে বলে আশাবাদ প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী।
আগের ঘোষণা অনুযায়ী, এ বছরের জুনের মধ্যে শ্রমবিধি চূড়ান্তের কথা ছিল। কিন্তু তার আগেই এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।