গোপালগঞ্জে বাড়িতে ডাকাতি, অর্থ-স্বর্ণ লুট

গোপালগঞ্জ শহরতলির রঘুনাথপুর গ্রামে ইলিয়াস সরদার (৬৫) নামে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ সময় ডাকাতরা ব্যবসায়ীকে কুপিয়ে ১৫ লাখ টাকা ও ১৪ ভরি স্বর্ণাংলকার লুট নিয়ে গেছে বলে তাঁর পরিবারের সদস্য দাবি করেছে।
আহত ইলিয়াস সরদারকে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইলিয়াসের মেয়ে মরিয়াম খানম (১৬) বলে, ‘গতকাল আমার বাবা ধান কেনার জন্য ব্যাংক থেকে ১৫ লাখ টাকা তোলেন। দিবাগত রাত আনুমানিক ১টার দিকে জানালার গ্রিল ভেঙে চার থেকে পাঁচজন ডাকাত ঘরে প্রবেশ করে। পরে তারা আমার বাবার কক্ষে ঢুকে তাঁর মাথা ও হাতে কুপিয়ে গুরুতর জখম করে ১৫ লাখ টাকা লুট করে নেয়। পরে তারা আমার মা ও আমাকে অন্য একটি কক্ষে আটকে আলমারি ভেঙে আনুমানিক ১৪ ভরি স্বর্ণাংলকার নিয়ে চলে যায়।’
ইলিয়াস সরদারের মেজো মেয়ে খাদিজা বেগম (২২) বলেন, ডাকাতদের প্রত্যেকের বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। এর মধ্যে দুজন মুখোশধারী ছিল। তাদের প্রত্যেকের হাতে দেশি অস্ত্র ছিল।
গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে কি না সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।