তথ্যপ্রযুক্তিতে অবদানে পুরস্কার পেলেন জয়

বাংলাদেশে তথ্যপ্রযুক্তির উৎকর্ষতায় বিশেষ অবদান রাখায় ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় জাতিসংঘের সদর দপ্তরের কাছে ইউএন প্লাজা হোটেল মিলনায়তনে এক অনুষ্ঠানে জয়ের হাতে এ পুরস্কার তুলে দেন হলিউড অভিনেতা রবার্ট ডেভি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রস্তাব গ্রহণের বছরপূর্তি উপলক্ষে ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব গভর্ন্যান্স অ্যান্ড কম্পিটিটিভনেস এ পুরস্কার দেয়।
বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষের কল্যাণে বিশেষ অবদান রাখায় বেশ কয়েকজনকে এ পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতেই পুরস্কার নেন সজীব ওয়াজেদ জয়। এ পুরস্কার বাংলাদেশের জনগণকে উৎসর্গ করেন তিনি।
সজীব ওয়াজেদ জয়ের পুরস্কারপ্রাপ্তিতে অভিনন্দন জানিয়ে তাঁর মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের পরিকল্পনার অনেক কিছুই এসেছে জয়ের চিন্তা থেকে। কীভাবে তরুণদের দক্ষ করে গড়ে তুললে দেশের কাজে লাগানো যাবে, সে বিষয়ে তার (জয়) পরামর্শ নিয়েছি। এখন বাংলাদেশ সত্যিকারে ডিজিটাল দেশে পরিণত হয়েছে।’