কিশোরগঞ্জে বজ্রপাতে মা-ছেলে নিহত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের করমসী গ্রামে বজ্রপাতে এক গৃহবধূ ও তাঁর ছেলে নিহত হয়েছে। আহত হয়েছেন ওই গৃহবধূর মেয়ে।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলো ললিতা (৪০) ও তাঁর ছেলে রিমন (১৫)। ললিতার স্বামী মারুফ মিয়া একজন কৃষক বলে জানা গেছে।
বজ্রপাতে ললিতার মেয়ে বিউটি (২০) গুরুতর আহত হন। তাঁকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, আজ সকালে করমসী গ্রামে নিজ ঘরে অবস্থান করছিল ললিতা ও রিমন। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী বলেন, ‘বজ্রপাতে হতাহতের বিষয়টি জেনেছি।’
গত রোববার করিমগঞ্জে বজ্রপাতে দুজন নিহত হয়। আর গতকাল সোমবার নিকলীতে দুজন ও কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল গ্রামে একজন নিহত হয়।