ময়মনসিংহে সাংবাদিকের ওপর হামলা, আটক ১

ময়মনসিংহ শহরে আজ রোববার দুপুরে আমাদের সময় পত্রিকার প্রতিনিধি নজরুল ইসলামকে মারধর করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওমর ফারুক নামের একজনকে তাৎক্ষণিকভাবে আটক করেছে পুলিশ।
নজরুল ইসলাম জানান, আজ দুপুর ১২টার দিকে তিনি পেশাগত কাজে শহরের মাসকান্দা থেকে রিকশায় করে শহরতলীর কেওয়াটখালী যাচ্ছিলেন। এ সময় ১০-১২ জন দুর্বৃত্ত তাঁর রিকশা গতিরোধ করে চালককে মারধর করে। তিনি এই ঘটনার প্রতিবাদ জানালে দুর্বৃত্তরা তাঁর ওপর চড়াও হয়। তাঁকে কিলঘুষি দেয় এবং লাঠিপেটা করে। পরে তিনি মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওমর ফারুক নামের একজনকে আটক করে থানায় নিয়ে যায়।
সাংবাদিককে মারধরের বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশের ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) ড. আক্কাস উদ্দিন ভূঁইয়া, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামকে জানানো হয়। তাঁরা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলামকে নজরুলের ওপর হামলাকারী বাকিদের গ্রেপ্তার করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এদিকে আটক ব্যক্তিকে ছেড়ে দিতে এবং মামলা না করার জন্য হামলাকারী দুর্বৃত্তরা নজরুলের ভাটিকাশর এলাকার বাসায় গিয়ে তাঁর পরিবারকে হমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সাংবাদিক নজরুলের ওপর হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সভাপতি এম. আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক মো. মতিউল আলম।