বরিশালে জলদস্যুদের আত্মসমর্পণ আজ

প্রতীকী ছবি
সুন্দরবন এলাকার জলদস্যু দুই বাহিনীর কয়েকজন সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করবেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বরিশালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ কমপ্লেক্সে এই আত্মসমর্পণ প্রক্রিয়া শুরু হবে।
এ বিষয় জানিয়েছেন র্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান।
নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, জলদস্যু শান্ত ও আলম বাহিনীর ১৪ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আজ আত্মসমর্পণ করবেন। তাঁরা ২০ কিংবা ২২টি আগ্নেয়াস্ত্র জমা দেবেন। আত্মসমর্পণের উদ্দেশ্যে তাঁরা বরিশালে যাবেন। বর্তমানে তাঁদের র্যাবের নজরদারিতে রাখা হয়েছে।