ময়মনসিংহে জঙ্গিবাদবিরোধী কওমি মাদ্রাসার মানববন্ধন

ময়মনসিংহে মহানগর কওমি মাদ্রাসা পরিষদ জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করে। ছবি : এনটিভি
ময়মনসিংহে মহানগর কওমি মাদ্রাসা পরিষদ সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করেছে।
কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল ১০টা থেকে প্রায় দুই ঘণ্টা শহরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বিভিন্ন কওমি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে বক্তব্য দেন হজরত মাওলানা আব্দুর রহমান হাফেজি, আল্লামা আব্দুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী।
বক্তারা বলেন, ‘চলমান পরিস্থতিতে জাতিকে পথ প্রদর্শনের জন্য নি নিজ ক্ষেত্রে ইসলামের অনুকূল পরিবেশ তৈরির কোনো বিকল্প নেই।’